ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিষ মেশানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
গাজীপুরে বিষ মেশানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ জাহাঙ্গীরপুর এলাকায় বিষ মেশানো মুড়ি খেয়ে ইয়াসিন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ইয়াসিন ময়মনসিংহের ভালুকা উপজেলার মো. রিপন মিয়ার ছেলে।

ইয়াসিনের নানা মো. শাহাবুদ্দিন জানান, তার মেয়ে এবং নাতি ইয়াসিন তার বাসায় থাকে। ইয়াসিনের মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সন্ধ্যায় ইয়াসিনকে রেখে তার নানা নামাজ পড়ছিলেন। এক পর্যায়ে ইঁদুর মারার জন্য রাখা বিষ মেশানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন। এ সময় সে কান্নাকাটি শুরু করে। পরে তার নানি এসে দেখতে পায় ইঁদুর মারার বিষ ইয়াসিনের সামনে ছড়ানো-ছিটানো রয়েছে‌। বিষয়টি বুঝতে পেরে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি খেয়ে শিশু মারা গেছে। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ১২০৮, জানুয়ারি ১১, ২০২২
আরএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।