ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে শুভসংঘের কম্বল পেলেন ২০০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
নন্দীগ্রামে শুভসংঘের কম্বল পেলেন ২০০ জন

শীতের তীব্রতায় কষ্টে আছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির মানুষ। শীতার্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপ।



বুধবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং কালের কণ্ঠ শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে কুন্দারহাট হাই স্কুল মাঠে শীতার্তদের মাঝে ২০০ পিস কম্বল বিতরণ করা হয়। বসুন্ধরার এসব কম্বল পেয়ে খুশি শীতার্তরা।

কম্বল পেয়ে ৭২ বছরের বৃদ্ধ আকবর আলী বলেন, ‘হামার অনেক কষ্ট বা। কম্বল প্যায়ে হামি খুচি হসি বাবা। একন এইডা গায়োত দিমু। আল্লাহ তোর ক্যারেক ভালো করুক। '

উপজেলার ভাটগ্রামের ৮২ বছরের জোরিনা বেওয়া কম্বলটা হাতে নিয়ে বলেন, 'হামি করুনার সময়ও তোমরা হামাক চাল, ডাল, আটা দিছুলু। এখন হামাক আবার কম্বল দিলু। মন থেকে দোওয়া করিচ্চি আল্লাহ তোমাকরোক ভালো করুক। '

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। এ সময় তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ প্রশংসনীয়। করোনাকালে খাদ্য সহায়তার পর এবার শীতে কম্বল নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ‘শুভসংঘের এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে। ’

আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নন্দীগ্রাম প্রতিনিধি এস এফ ফারুক কামাল, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার সভাপতি হাকীম এম এ মান্নান, সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব, সাংবাদিক আহাদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।