ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাতের আঁধারে ইলিশের বদলে বিক্রি হচ্ছে জাটকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
রাতের আঁধারে ইলিশের বদলে বিক্রি হচ্ছে জাটকা

বরগুনা: বরগুনাসহ পার্শ্ববর্তী ছোট-বড় বাজারগুলোতে রাতের আঁধারে ইলিশের বদলে জাটকা বিক্রি করতে দেখা গেছে।

বুধবার (১২ জানুয়ারি) রাতের আঁধারে বিষখালী ও পায়রা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে এসব ইলিশ শিকার করছে অসাধু জেলেরা।



স্থানীয়রা জানান, বরগুনা সদর উপজেলার পুড়া কাটা ফেরিঘাট, বড়ইতলা, ফুলঝুড়ি, গুলিশাখালী,চান্দুখালি, কাকচিড়াসহ বিভিন্ন গ্রাম-গঞ্জের ছোট-বড় বাজারগুলোতে রাতের আঁধারে স্থানীয় নদী থেকে জাটকা ইলিশ শিকার করে বাজারে বিক্রি করতে দেখা গেছে। পৌর বাজারে প্রশাসনের নজরদারি থাকার কারণে গ্রাম-গঞ্জের ছোট বাজারগুলোতে জাটকা ইলিশ বিক্রি করছে অসাধু জেলেরা।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে বলেন, আমরা নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করছি।  সব বাজারগুলোতে নজরদারিও চালাচ্ছি। যদি কোন জেলে জাটকা শিকার করে তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নিষেধাজ্ঞা মানার অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।