ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বিনামূল্যে মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
বরিশালে বিনামূল্যে মাস্ক বিতরণ

বরিশাল: সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশাল নগরের বিভিন্ন স্থানে সচেতনতামুলক প্রচার অভিযানের পাশাপাশি মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন।

দেশের করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারনে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ দেশব্যাপী সরকারি নিষেধাজ্ঞা ঘোষণা করার ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বর, ফজলুল হক এভিনিউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক প্রচারাভিযান চালানোর পাশাপাশি মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর তারিকুল ইসলাম, এনডিসি নাজমূল হুদাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ১১ দফা নির্দেশনা মেনে চলতে হবে।

যদিও সকালে বরিশাল নদী বন্দরে পূর্বের ন্যায় যাত্রী বহন করতে দেখা গেছে লঞ্চগুলোতে।

লঞ্চ স্টাফরা জানিয়েছেন, ভাড়া বাড়ানো বা এক সিটে দুইজন বসানোর কোন সিদ্ধান্ত তারা মালিকের কাছ থেকে পায়নি।

তবে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে টার্মিনালে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিতে একটি টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়া‌রি ১৩, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।