ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলানিউজে সংবাদ প্রকাশের পরদিনই সেই রাস্তার কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
বাংলানিউজে সংবাদ প্রকাশের পরদিনই সেই রাস্তার কাজ শুরু

সিরাজগঞ্জ: ‘এমপি সাহেবের বড়বাড়ি যাওয়ার সড়ক এটি! শিরোনামে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজে সংবাদ প্রকাশ হওয়ার একদিন পর সেই রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তাড়াশ-কুন্দইল সড়কটি সরেজমিনে পরিদর্শনে যান সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডেকে তাৎক্ষণিক কাজ শুরুর নির্দেশ দেন কর্মকর্তারা। এ সময় তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ ও ঠিকাদার মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।  

বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, আজ থেকেই রাস্তার কাজ শুরু করা হয়েছে। খুব শিগগিরই এ রাস্তাটির সংস্কার শেষ হবে বলে জানান তিনি।  

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, বুধবার (১২ জানুয়ারি) ‘এমপি সাহেবের বড়বাড়ি যাবার সড়ক এটি!’ শিরোনামে বাংলানিউজে সংবাদটি প্রকাশিত হওয়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীর নির্দেশে বৃহস্পতিবার ওই রাস্তা পরিদর্শনে যান জেলার কর্মকর্তারা এবং কাজ শুরুর নির্দেশ দেন। ফলে প্রকল্পের পিপিপি অনুমোদিত হওয়ার আগেই কাজ শুরু হয় এ সড়কটির।  

>>> এমপি সাহেবের বাড়ি যাওয়ার সড়ক এটি!

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।