ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
ময়মনসিংহ কারাগারে হাজতির মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ কেন্দ্রীয় করাগারে মো. গোলাম মোস্তফা (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ কেন্দ্রীয় করাগারের জেলার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান এই তথ‍্য নিশ্চিত করেছেন।

গোলাম মোস্তফা ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে।  

তিনি জানান, গোলাত মোস্তফা একটি মারামারির মামলায় গত ১২ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি ছিল। আগে থেকেই তিনি হৃদ রোগে ভুগছিলেন ছিলেন।  

বুধবার হঠাৎ সে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জুলহাস বলেন, মৃত গোলাম মোস্তফার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।