ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাতুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন ওই উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৩৫)। অন্য আরেকজনের নাম-পরিচয় যানা যায়নি।

কাতুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, কাতুলীর বিভিন্ন গ্রাম থেকে ইটভাটার কাঠ কিনে ট্রাকটি টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। সহযোগীর (হেলপার) কাছে স্টেয়ারিং (নিয়ন্ত্রণ হাতল) দিয়ে চালক ঘুমাচ্ছিলে বলে জানা গেছে। পথে কাতুলী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত এবং চারজন শ্রমিক গুরুতর আহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়। আহত তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।