ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ১৯৯০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
রাজশাহীতে ১৯৯০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ ট্যাপেন্টাডলসহ আটক দু’জন

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১ হাজার ৯৯০ পিস নেশাজাতীয় নিষিদ্ধ ভয়ঙ্কর মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।  

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে মহানগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- মহানগরীর মতিহার থানার জাহাজঘাট মধ্যপাড়া এলাকার মোস্তফা আলীর ছেলে জুয়েল আলী (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পশ্চিমপাড়ার মৃত আবু তাহের উদ্দিনের ছেলে সুমন আলী (৩১)।  

সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব-৫ জানায়, পোপন তথ্য পেয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় সংলগ্ন একটি ব্যাংক বুথের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের নামে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।