ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় ১০টি সোনার বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
শার্শায় ১০টি সোনার বারসহ পাচারকারী আটক প্রতীকী ছবি।

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্যামলাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইসমাইল বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রামের আব্দুর জব্বার মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে যশোর থেকে এক মোটরসাইকেল আরোহী সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তের দিকে আসছে বলে জানা যায়। এরপর যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় ওই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আকবর আলী বাংলানিউজকে বলেন, আটক ইসমাইল হোসেনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রাতেই তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।