ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে খেলতে গিয়ে গলায় ফাঁস, শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
সিলেটে খেলতে গিয়ে গলায় ফাঁস, শিশুর মৃত্যু

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মাইশা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মোগলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাইশা ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান করিবের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান বলেন, মোগলপুরের বাড়িতে দোলনায় খেলা করছিলেন মাইশা ও তার অন্য দুই বোন। হঠাৎ কোনোভাবে দোলনার দড়িতে গলা পেঁচিয়ে গেলে শ্বাসরুদ্ধ হয়ে মাইশা জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল হক বলেন, মাইশাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার গলায় ফাঁস লাগার চিহ্ন ছিল।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।