ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বিস্ফোরণে দগ্ধ ৫ জনকে আনা হচ্ছে ঢাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
কুমিল্লায় বিস্ফোরণে দগ্ধ ৫ জনকে আনা হচ্ছে ঢাকায়

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটের বিরুলিয়া গ্রামে বেলুন ফোলানোর হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৫ জনকে ঢাকায় আনা হচ্ছে।  

তারা হলেন, বিরুলিয়া গ্রামের বেলুন বিক্রেতা আনোয়ার (৩৫), একই গ্রামের শাহ আলমের ছেলে আবদুর রব (২৭), সালাউদ্দীনের ছেলে সাব্বির হোসেন, ওমর ফারুলের ছেলে সাইফুল, পাশের পশ্চিম বামপাড়া গ্রামের শাহ আলমের ছেলে ইমন হোসেন (১৫)।

 

শুক্রবার (১৪ জানুয়ারি) তাদের ঢাকায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আসিফ ইমরান।

তিনি আরও জানান, এ ঘটনায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ২২ জন। যাদের ৭ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জনের ৫ জনকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিরুলিয়া গ্রামের বেলুন ব্যবসায়ী আনোয়ার হোসেন বেলুন ফোলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক আহত হন। হাসপাতালে ভর্তি হন ৪১ জন।

>>> নাঙ্গলকোটে হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।