ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে করোনা প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
কক্সবাজারে করোনা প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন

কক্সবাজার: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে সরকার। ঘোষিত ১৩ নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল থেকে পর্যটন শহরের বিভিন্ন এলাকায় ‘ওমিক্রন’ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে চালানো অভিযানে মাস্ক পরিধান না করায় প্রাথমিকভাবে পাঁচজনকে এক হাজার ও একটি খাবারের দোকানকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার কক্সবাজারের সদস্যরা।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।