ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে যুবলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
পিরোজপুরে যুবলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা

পিরোজপুর: পিরোজপুরে নাদিম খান নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন ও কদমতলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো. শিহাব হোসেনসহ ৩২ জন  নামীয় এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে আহত নাদিম খানের ফুফু তামান্না বেগম ও তার স্বামী রিপন খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

 

মামলায় উল্লেখ করা হয়, হামলাকারীরা যুবলীগ কর্মী নাদিম খানকে হত্যার উদ্দেশে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরে আরও ১৭/১৮টি ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।

আহত যুবলীগ কর্মী নাদিম খান (৩৫) সদর উপজেলার তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের ছেলে ও এ সময় আহত অপরজন মাসুদ শেখ (২৫) উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখের ছেলে। তারা উভয়েই ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান গ্রুপের কর্মী।  

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, যুবলীগ কর্মীর হাতের কব্জি কাটার ঘটনায়   আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
  
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব হোসেন ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হানিফ খান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে যুবলীগ কর্মী নাদিমকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।   আহত নাদিম বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।