ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
ধামরাইয়ে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু 

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলী (৬২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ধামরাই পৌরসভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আলী মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বাগজান এলাকার মৃত. শাহাবুদ্দিনের ছেলে। তিনি ‘আতাউর রহমান ইঞ্জিনিয়ারিং লিমিটেড (হাতি মার্কা কড়াই কারখানা)’ নামে নামে কারখানায়য় সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে

পুলিশ জানায়, শাহাবুদ্দিন ধামরাই আতাউর রহমান আজ দুপুরের দিকে ওই কারখানায় বিদ্যুতের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে কারখানার লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।