ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার কম্বল পেল ময়মনসিংহের এতিম-পথশিশুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বসুন্ধরার কম্বল পেল ময়মনসিংহের এতিম-পথশিশুরা

ময়মনসিংহ: দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল পেল ময়মনসিংহের শতাধিক এতিম ও পথশিশু। ফলে হাড় কাঁপানো শীতের কষ্টেও হাসি ফুটেছে এই এতিম ও পথশিশুদের মুখে।

এ সময় তারা বসুন্ধরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নগরীর কেওয়াটখালী এলাকায় আত তাবীব মাদরাসা ও এতিমখানায় এসব শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এতে সহযোগিতা করেন কালের কণ্ঠের শুভ সংঘের বন্ধুরা। এতে উপস্থিত ছিলেন- আত তাবীব মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, কালের কণ্ঠের ময়মনসিংহ প্রতিনিধি নিয়ামুল কবীর সজল, শুভ সংঘের পারভেজ, ওয়ারেছ বাবু, মোস্তফা, কারিতাস কর্মকর্তা বিপাশা মানকিন প্রমুখ।

কারিতাস কর্মকর্তা বিপাশা মানকিন বাংলানিউজকে বলেন, পথশিশুরা প্রথমবারের মতো এমন কম্বল পেল। এতে তারা বেশ উচ্ছ্বসিত।

আত তাবীব এতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান বলেন, এতিমখানার শিশুরা কম্বল পাওয়ায় তারা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ। মাদরাসা ও এতিমখানার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের জন্য আমরা দোয়া কামনা করি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।