ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদীতে মাছ ধরে ইউসুফ মিয়ার ভাগ্যে এসেছে পরিবর্তন

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
নদীতে মাছ ধরে ইউসুফ মিয়ার ভাগ্যে এসেছে পরিবর্তন বড়শিতে পাওয়া মাছ হাতে ইউসুফ মিয়া

বরগুনা: নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন আমতলী উপজেলার ইউসুফ মিয়া। নৌকা ও জাল কেনার টাকা না থাকায় নির্ভরশীল বড়শির ওপর।

এ বড়শি দিয়ে মাছ শিকার করে নিজের ভাগ্যে পরিবর্তন করেছেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে সরেজমিনে আমতলী ফেরিঘাটসংলগ্ন এলাকায় বড়শি দিয়ে মাছ ধরতে দেখা গেছে ইউসুফ মিয়াকে।

কথা হলে তিনি জানান, আমতলী পৌরসভায় সরকারি জমিতে দুই সন্তান নিয়ে বসবাস করেন তিনি। দারিদ্রতার কারণে নৌকা ও জাল কিনতে না পারায় বড়শি ওপর নির্ভরশীল তিনি। নদী থেকে যে মাছ পান সেগুলো বিক্রি করে কোনোমতে পরিবারের চাহিদা মেটান।

নদী থেকে মাছ ধরার বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে বলেন, যে কেউ চাইলেই নদী থেকে মাছ শিকার করতে পারেন। নিয়মিত অভিযানের কারনে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ হওয়ায় নদীতে বড় মাছের দেখা মিলছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।