ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিচারপতি টিএইচ খানের দাফন হবে হালুয়াঘাটে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
বিচারপতি টিএইচ খানের দাফন হবে হালুয়াঘাটে ...

ঢাকা: সাবেক মন্ত্রী, সাবেক বিচারপতি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান টিএইচ খানের দাফন হবে ময়মনসিংহের হালুয়াঘাটের পারিবারিক কবরস্থানে।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ১০২ বছর বয়সে তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ও বাদ আসর মোহাম্মদপুর তাজমহল রোডে কিশলয় স্কুল সংলগ্ন মীনা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে।

সন্ধ্যায় তার মরদেহ সড়ক পথে ময়মনসিংহের হালুয়াঘাটের নিজ বাড়িতে নেওয়া হবে। পরদিন মঙ্গলবার (১৮ জানুয়ারি) নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা ও বাদ আসর হালুয়াঘাট মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতারা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।