ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করলো বিভিও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করলো বিভিও

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার লাকিরচর গ্রামে ভাসমান বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন (বিভিও)।

শুক্রবার (১৪ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে বেদে সম্প্রদায়ের ১৫টি পরিবারের ৩৫ জন সদস্যের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বিভিও’র প্রেসিডেন্ট হামিম আহসান বলেন, আমরা প্রতিবছরই অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার বেদে সম্প্রদায়ের এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি।

সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট সোহানুল আসলাম শাওন বলেন, সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবারই দায়িত্ব। ধন্যবাদ জানাচ্ছি সেই সব মানুষদের, যাদের সহযোগিতায় ‘বিভিও'র শীতের উপহার-২০২২’ ইভেন্টটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি।

এসময় উপস্থিত ছিলেন বিভিও'র জেনারেল সেক্রেটারি সোলাইমান ইসলাম নিশাদ, ম্যানেজার ফারসিদ উল ইসলাম, উপদেষ্টা তৌহিদুল ইসলাম রিহাদ ও সুমাইয়া জান্নাত।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সুশান্ত সূত্রধর, আবু হানিফ সৌরভ, বিজন দাস, মোহাম্মদ আফনান জামান, সাইফুল ইসলাম সানি, মুহিবুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।