ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মমেকে করোনা-উপসর্গে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
মমেকে করোনা-উপসর্গে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে একজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

সোসবার (১৭ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- জেলার ভালুকা উপজেলার লালমোহন (৭০) ও শেরপুর জেলার নকলা উপজেলার হারুন আর রশিদ (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৬ জন রোগী চিকিৎসাধীন আছে। তবে ৪৬ জনের মধ্যে ১০ জন করোনা পজেটিভ। এছাড়াও হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৪৪ টি নমুনা পরীক্ষা করে ৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।