ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক প্রতীতী ফটো।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাইশটেকি গ্রাম থেকে বন্ধুর সঙ্গে ঢাকায় ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মাজহারুল ইসলাম নামে এক যুবক।

পুলিশ রোববার (১৬ জানুয়ারি) রাতে ধানমন্ডি এলাকায় বেসরকারি একটি হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।



সোমবার (১৭ জানুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়ে বলে বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবক সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে ঢাকায় ঘুরতে গিয়েছিল মাজহারুল ইসলাম। ওইদিন রাত ১০টার দিকে নাফিজ নামে এক যুবক তার বাবার মোবাইলে ফোনকল দিয়ে জানান মাজহারুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। এ খবর শুনে তার পরিবারের লোকজন নাফিজকে চিকিৎসার টাকা নিতে কাঁচপুর আসতে বলেন। কাঁচপুর আসার কথা বলে নাফিজ মোবাইলফোন বন্ধ করে আত্মগোপন চলে যায়। পরে মাজহারুলের পরিবারের লোকজন তাকে না পেয়ে হাসপাতালে গিয়ে মাজহারুলকে আইসিইউতে চিকিৎসাধীন দেখতে পেয়ে সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করেন। রোববার বিকেলে মাজহারুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় মাজহারুলের শরীরে কোনো ধরনের চিহ্ন নেই। তবে, তার মাথায় আঘাতের এক পাশ ফুলে গেছে। বিষয়টি সন্দেহ হলে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহতের মামা মিলন মিয়ার অভিযোগ, তার ভাগিনা মাজহারুল তার পরিবারে বসবাস করেন। শনিবার বিকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন। এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া চেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। নিহত যুবকের লাশ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।