ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
জামালপুরে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

জামালপুর: জামালপুরে বাসের ধাক্কা ও ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (২৬) ইসলামপুর উপজেলায় বাসের ধাক্কায় এবং অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) জামালপুরে ট্রেনে কাটা পড়ে মারা যান।  

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, সোমবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার উৎমারচর গ্রামের শহিজল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইসলামপুরের ধর্মকুড়া এলাকায় যাচ্ছিলেন। ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে জামালপুর রেল স্টেশনের অদূরে শাহপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন জামালপুর স্টেশনে আসছিল। এ সময় শাহপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।