ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোংলায় বিদেশি মদ ও বিয়ার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
মোংলায় বিদেশি মদ ও বিয়ার উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ৫০ বোতল বিদেশি মদ ও ১২ বোতল বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।  

সোমবার (১৭ জানুয়ারি) সকালে মোংলা ফেরিঘাট নদীতে রাখা মালিকবিহীন একটি ট্রলার এবং আশেপাশের জঙ্গল থেকে এসব মদ ও বিয়ার জব্দ করা হয়।

জব্দকৃত মদ ও বিয়ার পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকানাবিহীন একটি নৌকা এবং আশেপাশের জঙ্গল থেকে ১২ ক্যান বিয়ার ও ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ ও বিয়ার পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাজিতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।