ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আবুধাবিতে হুথি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
আবুধাবিতে হুথি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরের বিভিন্ন স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।  

মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

 

এতে উল্লেখ করা হয়, আবুধাবির বিভিন্ন স্থাপনায় হুথি বিদ্রোহীদের লাদেন ড্রোন হামলায় তেল ট্যাংকার বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হন। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংহতি জানাচ্ছে।

হুথি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।

১৭ জানুয়ারি আবুধাবির বিভিন্ন স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলায় তিনজন নাগরিক মারা গেছেন। এর আগে গত ২ জানুয়ারি সৌদিগামী আরব আমিরাতের একটি জাহাজ অপহরণ করে হুথি বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
টি আর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।