ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির কমিটি গঠন এম এ মুঈদ হোসেন ওরফে আরিফ (সভাপতি) ও মো. রবিউল হাসান ওরফে রাজিব (সাধারণ সম্পাদক)

ফরিদপুর: ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ফরিদপুর শহরের একটি স্বনামধন্য পুলিশ ক্যাফে ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি পার্থ প্রতীম ভদ্রের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সবাই নিজ নিজ মত প্রকাশের মাধ্যমে সর্বসম্মতিক্রমে পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মুঈদ হোসেন ওরফে আরিফকে (দৈনিক নওরোজ) সভাপতি ও জেলা প্রতিনিধি মো. রবিউল হাসান ওরফে রাজিবকে (দৈনিক গণকণ্ঠ) সাধারণ সম্পাদক করে ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি নামে কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. জিল্লুর রহমান রাসেল (দি ডেইলি ট্রাইব্যুনাল), যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন মিত্র (দৈনিক উষার বানী, দৈনিক নাগরিক বার্তা), কোষাধ্যক্ষ মো. আ. রাজ্জাক ওরফে রাজা (সম্পাদক মাসিক কাশফুল)।

এ সময় আলোচনা সাপেক্ষে কার্যকরী সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মোল্লা (নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের সারাদেশ), পার্থ প্রতীম ভদ্র (দৈনিক আলোকিত সকাল), মো. সেলিম মোল্লা (সম্পাদক, দৈনিক বাঙালী সময়), আনোয়ার জাহিদ (প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক মেধা ও প্রতিনিধি দৈনিক ইনকিলাব), হারুন-অর-রশীদ (বাংলানিউজ২৪.কম), এস এম রুবেল (সম্পাদক দৈনিক কুমার), বিজয় পোদ্দার (ফ্রিলেন্স রিপোর্টার), হাচান মাতুব্বর ওরফে শ্রাবণ (দৈনিক স্বাধীন সংবাদ), এ কে রফিকউদ্দিন আহাম্মেদ ওরফে শ্রাবণ দিপু (দৈনিক আমার সংবাদ), শেখ ফারুক আহম্মেদ (বাবলু) (নিউজ টুডে), মো. রিফাত ইসলাম (দৈনিক আমাদের কণ্ঠ), চৌধুরী আশরাফ মাহমুদ টুটু (দৈনিক সময়ের প্রত্যাশা), মো. আতিয়ার রহমান (বাঙালি সময়), জাকির হোসেন (দৈনিক খোলা চোখ), লাবলু মিয়া (বাঙালি সময়)।

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সাংবাদিক অধিকার আদায় ও উন্নয়নে সোচ্চার থাকার কথা জানান ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির সদস্যরা।  

কমিটি গঠন অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন জেলা প্রতিনিধি মো. জিল্লুর রহমান রাসেল (দি ডেইলি ট্রাইব্যুনাল)।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।