ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবার হাত ছাড়তেই অটোরিকশাচাপায় গেল প্রাণ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বাবার হাত ছাড়তেই অটোরিকশাচাপায় গেল প্রাণ!

সিরাজগঞ্জ: পাঁচ বছরের শিশু ওমর আলী বায়না ধরেছিল বাবার সঙ্গে বাজারে যাবে। ছেলের বায়না মেটাতে হাতে ধরে তাকে বাজারে নিয়ে আসছিলেন বাবা আব্দুল মমিন সর্দার।

পথে বাবার হাত থেকে ছুটে দৌড়ানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় মৃত্যু হয়েছে তার।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ছেলের এমন মৃত্যুতে বার বার মূর্ছা যাচ্ছেন ওমর আলী। তার বাড়ি পার্শ্ববর্তী ধুবিল ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু ওমরকে নিয়ে হেঁটে হেঁটে নিমগাছী বাজারে যাচ্ছিলেন আব্দুল মমিন সর্দার। তারা নিমগাছী-তাড়াশ আঞ্চলিক সড়কের বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ অফিসের সামনে পৌঁছালে শিশু ওমর বাবার হাত থেকে ছুটে দৌড় দেয়। এ সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

এদিকে চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে মুহূর্তেই নির্বাক হয়ে যায় মমিন মন্ডল। ঘটনার পর থেকে তিনি বার বার মূর্ছা যাচ্ছেন।

ধুবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।