ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বগুড়ায় বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে জরিমানা

বগুড়া: করোনার সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধ অমান্য করায় বগুড়ায় ৩০ জনকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী জেলার ১২টি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল জানান, সরকারের দেওয়া বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। দিনব্যাপী অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।