ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ভেতরে থাকা যাত্রীর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে প্রাইভেট-করটি আসছিল। এ সময় বাইপাইল ত্রিমোড় এলাকায় পৌঁছালে হটাৎ প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে ১৫-২০ মিনিটের মাথায় আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, গাড়িটি একটি গার্মেন্টসের এমডির। খবর পেয়ে দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলি। তবে ভেতরে থাকা সবাই সুস্থ আছেন। আর প্রাইভেটকারটির কিছু অংশ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।