ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সহকারী চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সহকারী চালক আহত

লালমনিরহাট: লালমনিরহাটে আদিতমারী উপজেলায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরে আঘাতে  লিটন হোসেন (৩৫) নামে সহকারী ট্রেনচালক আহত হয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার রইসবাগ রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় বুড়িমারী থেকে ডাউন ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৯টা দিকে রইজব্যাগ রেল স্টেশন পার হলে হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি পাথরের ঢিল পড়ে। এ সময় একটি পাথরের আঘাতে ইঞ্জিনের কাঁচ ভেঙে যায়। এ সময় সহকারী ট্রেনচালক লিটন হোসেন আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। এ সময় ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনটি আবারও লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়। আহত সহকারী চালক লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।