ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরিজন সম্প্রদায়ের সেবক কলোনিতে ভবন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
হরিজন সম্প্রদায়ের সেবক কলোনিতে ভবন উদ্বোধন ...

বরিশাল: বরিশাল নগরে কাউনিয়ায় হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনিতে ছয় তলা বিশিষ্ট দুটি ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে নগ‌রের কাউনিয়া এলাকার জানকী সিংহ রোড সংলগ্ন সেবক কলোনিতে এ বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলররা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বরিশাল সিটি করপোরেশনের বাস্তবায়নে মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনিতে ভবন-এ ও সি নামে দুটি ভবন নির্মাণ করা হয়। ভবন দুটিতে মোট ৯২টি ফ্ল্যাট ও কমিউনিটি সেন্টার রয়েছে। উদ্বোধন শেষে মেয়র লটারির মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মধ্যে ৯২টি ফ্ল্যাট হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।