ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাইওয়ের গাড়িতে দুই চালক রাখার ভাবনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
হাইওয়ের গাড়িতে দুই চালক রাখার ভাবনা

ঢাকা: দুর্ঘটনা রোধে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দু’জন চালকের (একজন বিকল্প) ব্যবস্থা রাখার বিষয়ে জেলাপ্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে।

সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিন বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংক্রান্ত অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কতিপয় বৃহৎ প্রকল্পের আওতায় সড়ক ও মহাসড়কের সন্নিহিত হাট বাজারে ফ্লাইওভার/ওভারপাস/আন্ডারপাস নির্মাণ করার কার্যক্রম নেওয়া হচ্ছে।

অধিবেশনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স ফি ইউডিসিতে জমা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক উৎপাদন, বিক্রয় ও বিপণন সংক্রান্ত সুনির্দিষ্ট আইন প্রণয়ন করার বিষয়ে সভায় আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।