ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
সৈয়দপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সানজিদা আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে নতুন বাবুপাড়া শহীদ নুর মোহাম্মদ সড়কের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানজিদা আক্তার ওই এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে হাসপাতাল কর্মচারী শফিকুল ইসলামের মেয়ে। তিন বোনের মধ্যে সে সবার ছোট।  

স্থানীয়রা জানান, তার বাবার সঙ্গে মান অভিমান চলছিল। বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি সে। এ নিয়ে মা-বাবার মধ্যে অশান্তি লেগেই ছিল। দুপুরের দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বাড়ির লোকজন প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙ্গে দেখে সে গলায় ওড়না পেছানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।