ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
মৌলভীবাজারে সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ

মৌলভীবাজার: মৌলভীবাজারে সব ধরণের অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি জানান, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার জেলায় কোভিড আক্ৰান্তের সংখ্যা ৭৮ জন।

এ অবস্থায় সব প্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, করোনা ভাইরাসের 'ওমিক্রন' ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে সার্বিক কার্যাবলী ও চলাচলে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে  মন্ত্রীপরিষদ বিভাগ। কিন্তু এতে করেও সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না।

মৌলভীবাজারেও গেল কিছুদিন ধরে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় সকল প্রকার অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশনা দিল প্রশাসন।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০২২
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।