ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাচোলে বাস থেকে পড়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
নাচোলে বাস থেকে পড়ে হেলপার নিহত জহিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস থেকে পড়ে জহিরুল ইসলাম (৪০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৯ টার দিকে নাচোল উপজেলার কার্তিক পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জহিরুল নাচোল পৌর এলাকার স্কুল পাড়ার মো. নজরুল ইসলাম গুধার ছেলে।

স্থানীয় স্বেচ্ছাসেবী শাকিল রেজা শাকিল জানান, দিগন্ত এক্সপ্রেস বাসের হেলপার জাহিরুল বাস থেকে পা পিছলে পড়ে যান। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।  তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমনুরায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।