ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
দিনাজপুরে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ১ ...

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্জাক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক ওই গ্রামের মোস্তাক ইসলামের ছেলে।

জানা যায়, বিকেলে শ্যালো চালিত ইঞ্জিন ট্রলিতে করে মাঠ থেকে মাটি নিয়ে আসছিলেন রাজ্জাক। তার সহযোগী তরিকুল ইসলাম ট্রলিটি চালানোর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পরিত্যক্ত একটি দোকানের দেয়ালে ধাক্কা দেয়। এতে ট্রলি থেকে ছিটকে পড়লে রাস্তার পাশে থাকা রড তার পেটের ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।