ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট বন্ধের দাবি

ঢাকা: মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছে সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা। এসময় তারা বিমানের টিকেট সিন্ডিকেট বন্ধ ও টিকেটের দাম কমানোর দাবি জানান।

সোমবার (২৪ জানুয়ারি) রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে  মালয়েশিয়ার শ্রমবাজার ২৫ সিন্ডিকেটের অপচেষ্টা এবং মধ্যপ্রাচ্যগামী এয়ার টিকেটের অযৌক্তিক ২ থেকে ৩ গুন দাম বৃদ্ধির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা সভাপতি এম টিপু সুলতান লিখিত বক্তব্যে বলেন, মালয়েশিয়া মানবসম্পদ ২৫ সিন্ডিকেটের পক্ষে ১৪ জানুয়ারি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহম্মেদ একটি চিঠি পাঠান, যা খুবই দুঃখজনক। মালয়েশিয়ার সব রিক্রুটিং এজেন্সি যুক্ত থাকবে আর বাংলাদেশের ক্ষেত্রে ২৫ এজেন্সি সিন্ডিকেট এবং ২৫০ সাব এজেন্টের প্রস্তাব চরম অনৈতিক অনভিপ্রেত সমতার পরিপন্থী এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য চরম অবমাননাকর।

তিনি আরও বলেন, দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সিসমূহ একই জামানত দিয়ে লাইসেন্স প্রাপ্ত হয়েছে। আইনগতভাবে সব রিক্রুটিং এজেন্সি সম্মানের হওয়া সত্ত্বেও ২৫ এজেন্সি মুল সিন্ডিকেট আর তাদের সাব এজেন্ট (দালাল) হবে ২৫০ এজেন্সি এটি রিক্রুটিং এজেন্সি সমূহের জন্য চরম অবমাননাকর। একটি রিক্রুটিং এজেন্সি অন্য একটি সমমানের রিক্রুটিং এজেন্সির সাব এজেন্ট কোন অবস্থায়ই হতে পারে না।

এম টিপু সুলতান বলেন, ২৫ এজেন্সি এবং ২৫০ এজেন্সি নির্ধারণে যোগ্যতার মাপকাঠিই বা কিছু নেপালের ১৬০০ এজেন্সিসহ কর্মী পাঠানো অন্য সব দেশ মালয়েশিয়াতে সিন্ডিকেটমুক্তভাবে সব রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি কেন মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর অধিকার প্রাপ্ত হবে না?

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ২৫ সিন্ডিকেটের প্রস্তাব গ্রহণ না করে সব বৈধ রিজুটিং এজেন্সি সমূহকে মালয়েশিয়া শ্রম বাজারে কর্মী পাঠানোর অধিকারের কথা উল্লেখ করে ১৮ জানুয়ারি তারিখে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বরাবর যে পত্র দিয়েছেন (ওপেন ফর অল) সব বৈধ রিক্রুটিং এজেন্সির সমঅধিকার সেটিকে আমরা স্বাগত জানাই এবং মালয়েশিয়ার নিয়োগকর্তারা সব বৈধ রিত্রুটিং এজেলি হতে স্বাধীন ভাবে কর্মী গ্রহণ করবে। বাংলাদেশ মালয়েশিয়া আসন্ন ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাবটি সংযোজনসহ বাস্তবায়ন চাই।

তিনি দাবি জানিয়ে বলেন, আমাদের দাবি খুবই সাধারণ ও স্বাভাবিক। কোন প্রকার সিন্ডিকেট ও শ্রেণি বিভাজন ছাড়া সব বৈধ এজেন্সির জন্য সব শ্রমবাজার উন্মুক্ত রাখা সরকারের দায়িত্ব ও কর্তব্য। তাই বৈধ লাইসেন্সকে মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানির সুযোগ দিতে হবে। তবে কারা ব্যবসা করবে সেটা ঠিক করবে মালয়েশিয়ান সরকার। কিন্তু আমি মনে করি এটা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা। আমার দেশ থেকে কারা কাজ করবে সেটা নির্ধারণ করব আমরা, মালয়েশিয়ান সরকার বা অন্য কোন সরকার নয়। সিন্ডিকেটের তৎপরতা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে বিমান ভাড়ার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি।

মধ্যপ্রাচ্যগামী এয়ার টিকিটের সমস্যা সমাধানের প্রস্তাবনা সমূহ: জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান সহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স সমূহকে চাহিদা অনুযায়ী দ্রুত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট হতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করতে হবে।

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইন্সে লেবার ফেয়ার নির্ধারণ করতে হবে। বাংলাদেশকে ওপেন স্কাই ঘোষণা ও বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্স সমূহকে আমন্ত্রণ জানিয়ে সংকটের স্থায়ী সমাধান করতে হবে। বাংলাদেশ বিমানসহ সব বৈদেশিক এয়ারলাইন্স সমূহকে যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারির আওতায় আনতে হবে এবং ২/৩ গুন দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের (সিন্ডিকেট) দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিক্রুটিং এজেন্সির ঐক্য পরিষদের মহাসচিব আরিফুর রহমান, বায়রা সদস্য কল্যাণ পরিষদের মহাসচিব লিমা বেগম, প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩.৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২

এমএমআই/এনএইচআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।