ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বগুড়ায় বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় রাসেল আহমেদ (৩০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।  

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

রাসেল উপজেলার দাঁত মালিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি রনবাঘা বাজারে ভাই ভাই ফার্মেসির মালিক ছিলেন।

জানা গেছে, রাসেল তার ভাগ্নিকে নাটোরের সিংড়া উপজেলায় রেখে রনবাঘার দিকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে এলে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনার খবর পাওয়ার আগেই নিহতের পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী বারেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।