ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুদকের অভিযানে ঘুষের টাকাসহ অফিস সহকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
দুদকের অভিযানে ঘুষের টাকাসহ অফিস সহকারী আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযান চালান দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।



কুষ্টিয়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল জানান, দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয়- এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে এ অভিযান চালানো হয়। অভিযানে দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তারের ড্রয়ারে ঘুষের তিন লাখ এক হাজার ২০০ টাকা পাওয়ায় তাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে জান্নাতুল কোনো ব্যাখ্যা অথবা রশিদ দেখাতে না পারায় অভিযোগের সত্যতা পাওয়া যায়। আমরা জানতে পারি যে ২৬ জানুয়ারি ওই অফিসে ২৮৩টি দলিল রেজিস্ট্রেশনের জন্য এ টাকা অবৈধভাবে নেওয়া হয়। উদ্ধারকৃত অব্যাখ্যায়িত টাকা প্রাথমিকভাবে ঘুষের অর্থ বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়।

এ ঘটনায় মামলা দিয়ে আটক জান্নাতুল আক্তারকে (৪৯)  দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।