ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

৪৮ লাখ টাকার আইস-ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
৪৮ লাখ টাকার আইস-ইয়াবাসহ আটক ৩ আইস-ইয়াবা

ঢাকা: ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৪০৭ গ্রাম আইস ও ২ হাজার ৩৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কর্তৃক পরিচালিত এক অভিযানে এই বিপুল পরিমান মাদকসহ তাদেরকে আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণের পরিচালিত এক অভিযানে ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৪০৭ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ ও ২ হাজার ৩৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গেন্ডারিয়ার ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
পিএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।