ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জার্মানি-ফ্রান্স সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
জার্মানি-ফ্রান্স সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জার্মানি ও ফ্রান্স সফরে যাচ্ছেন। দেশ দুইটিতে তিনি পৃথক দুইটি সম্মেলনে যোগ দেবেন।

আগামী ১৮-২০ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। জার্মানি থেকে তিনি প্যারিস যাবেন। সেখানে আগামী ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ইউরোপীয় কাউন্সিল এ বৈঠকের আয়োজন করবে। ইউরোপীয় ইউনিয়নের (ইউই) প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।