ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফার্মেসিতে গৃহবধূর লাশ: মালিক ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
ফার্মেসিতে গৃহবধূর লাশ: মালিক ঢাকায় গ্রেফতার গ্রেফতার জিতেশ গোপ (বামে) ও শাহনাজ পারভিন জ্যোস্না

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে প্রবাসীর স্ত্রীর ছয় টুকরো মরদেহ উদ্ধারের পর ঢাকা থেকে প্রতিষ্ঠানটির মালিক জিতেশ গোপকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

তিনি জানান, তাকে ঢাকা থেকে সিআইডি পুলিশের  পক্ষ থেকে শুক্রবার দুপুর ১টায় জানানো হয়েছে, জিতেশ গোপকে তারা গ্রেফতার করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জগন্নাথপুর পৌর পয়েন্টের আব্দুল মতিন মার্কেটে জিতেশের ‘অভি মেডিকেল হল’ নামের তালাবদ্ধ ফার্মেসি থেকে তিন সন্তানের মা শাহনাজ পারভিন জ্যোস্নার (৩৫) ছয় খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নিহতের স্বামীর বাড়ি জগন্নাথপুর পৌর শহরের পৌরসভার পেছনের আবাসিক এলাকায়। তার স্বামী সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়া। বৃহস্পতিবার  রাতে নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ফার্মেসি মালিক জিতেশ গোপকে আসামি করে খুনের মামলা করেছেন।

>>> আরও পড়ুন: ফার্মেসিতে প্রবাসীর স্ত্রীর ৬ টুকরা লাশ

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা,  ১৮ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।