ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে লাবিব মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।

লাবিব ওই গ্রামের রোস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির বাইরে উঠানে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায় লাবিব। এ সময় পাশের রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী তার মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এসে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।