ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ক্যাফেটেরিয়ায় আগুন, দগ্ধ ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
রাজধানীতে ক্যাফেটেরিয়ায় আগুন, দগ্ধ ৬

ঢাকা: রাজধানীর কলাবাগানে একটি ক্যাফেটেরিয়ায় আগুন লেগে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আল বারাকা নামের ওই ক্যাফেটেরিয়াতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (১৮) ও বাবুর্চি সবুজ (৩৫)।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে ক্যাফেটেরিয়া খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেছিল। যেকোনো কারণে চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় দগ্ধ চারজনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সবার হাত ও পা সামান্য পুড়ে গেছে। তাদের অবস্থায় গুরুতর নয়। বাকি দুজনকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এজেডএস/এসআইএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।