ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক রাষ্ট্রদূতের বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
সাবেক রাষ্ট্রদূতের বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৭

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা গ্রেফতাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মুরশেদ, ইসমাইল, সমেস, রবিউল, রবি, আনিস ও জয়নাল।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, গত ২৩ ফেব্রুয়ারি ভোরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্যা এলাকায় সাবেক রাষ্ট্রদূতে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পরে সাবেক রাষ্ট্রদূত নিজে বাদী হয়ে ধামরাই থানায় একটি অজ্ঞাত নামা দিয়ে মামলা (নং-৩৩) দায়ের করেন। বুধবার (০২ মার্চ) রাতে ধামরাই ও জিরানী বাজার থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটক সাত জনকে ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।