ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে তিন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পর আহত অপর যুবক এনামুলও (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

শনিবার (৫ মার্চ) রাত দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

নিহত এনামুল জেলা শহরের কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে। এ নিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হলো।  

রোববার (০৬ মার্চ) সকালে এনামুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজন ঘটনাস্থলে নিহত হয় ও আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপর নিহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫) ও জেলা শহরের দাতিয়ারার মামুন ভূঁইয়ার ছেলে নাজিম ভূঁইয়া।

** ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত 

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।