ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

রোয়াংছড়িতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
রোয়াংছড়িতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার প্রতীকী

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শ্যামল তঞ্চঙ্গ্যা (২৩) নামে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ মার্চ) বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ইউনিয়নে চুই রং মা মারমা (৪০) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যা করেন শ্যামল তঞ্চঙ্গ্যা।  

গ্রেফতার শ্যামল বান্দরবানের রোয়াংছড়ি সদর উপজেলার বাসিন্দা।

এসপি জেরিন আখতার জানান, ঘটনার পর ভিকটিমের ছেলে উশৈচিং মার্মার লিখিত অভিযোগে চারজনকে আসামি করে রোয়াংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে নামে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামি শ্যামলকে গ্রেফতার করা হয়।

জেরিন আখতার আরও জানান, শ্যামলকে আদালতে তোলা হলে তিনি ওই নারীকে ধর্ষণ ও হত্যায় একাই জড়িত বলে স্বীকারেক্তি দিয়েছেন।

গত ০৪ মার্চ নোয়াপতং ইউনিয়নের পাহাড়ের এক জুম ঘরে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।