ঢাকা, শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ মে ২০২৪, ১৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দুর্ভিক্ষের প্রতিধ্বনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দুর্ভিক্ষের প্রতিধ্বনি জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন।

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

 

মানববন্ধনে সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সরকারের টিসিবির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কার্যক্রম তা যথেষ্ট নয় বরং চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। টিসিবি ট্রাকের অপেক্ষায় গভীর রাত থেকে সাধারণ জনগোষ্ঠী লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। তাছাড়া টিসিবির পণ্যের দামও জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। কৃষক ঠকে মাঠে, আর ভোক্তারা ঠকে হাটে এ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। কতিপয় মন্ত্রীর দায়িত্বহীন অতিকথন দ্রব্যমূলা আরও বাড়িয়ে দিয়েছে। আজ জাতীয় সংসদে মন্ত্রণালয়ে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মেয়রসহ গুরুত্বপূর্ণ সবপদেই ব্যবসায়ীদের জয়জয়কার। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবল হতে ভোক্তাদের রক্ষায় গণবিস্ফোরণ সামাল দেওয়া সম্ভব নাও হতে পারে।

মানববন্ধনের বক্তারা বলেন, করোনাকালীন সময়ে শ্রমিকদের বেতন কমানো হচ্ছে। নিরুপায় হয়ে মানুষ গ্রামে চলে যাচ্ছে। বিভিন্ন কল-কারখানা এখনও বন্ধ রয়েছে। মানুষ অসহায় জীবনযাপন করছে এমন সময় সব ধরনের ভোগ্য পণ্যের লাগামহীন দাম ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। এমতবস্থায় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের দাবি সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা।

সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।