ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ব্যতিক্রমধর্মী ‘ফুচকা উৎসব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
ফরিদপুরে ব্যতিক্রমধর্মী ‘ফুচকা উৎসব’

ফরিদপুর: ফরিদপুরে ‘আমরা করবো জয়’ নামে একটি সামাজিক সংগঠনের ৩২ জন সদস্যের উদ্যোগে হয়ে গেল ব্যতিক্রমধর্মী ফুচকা উৎসব।  

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ ফুচকা উৎসবের আয়োজন করা হয়।

 

জানা যায়, ফুচকা বিক্রি টাকার লভ্যাংশ দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে তারা কোনো গরিব মানুষকে একটা ঘর অথবা মুদি দোকান করে দেবেন।
গত বছরও এ সংগঠনের উদ্যোগে তারা একজন গরিব মানুষকে ভ্রাম্যমাণ ভেলপুরি কর্নার নামে একটা ভ্যান উপহার দিয়েছিল।

এছাড়া এই সংগঠন বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।