ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
চিরিরবন্দরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও ২ আরোহী।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর হাজির মোড় পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার রাজাপুর বুড়ির হাট এলাকার সুব্রত কুমার রায়ের ছেলে খোকন রায় (১৬) ও আব্দুলপুর ইউনিয়নের নান্দেরাই গ্রামের একরামুলের ছেলে তারা মিয়া (১৮)।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল নিয়ে সানোয়ার হোসেন বাজারের দিকে যাচ্ছিলেন। অপর মোটরসাইকেল নিয়ে খোকন রায় ও তারা মিয়া হাজির মোড় এলাকার পেট্রোল পাম্পের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষে ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সানোয়ার হোসেন, খোকন রায় ও তারা মিয়াকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সানোয়ার।   

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহতের খবর পেয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।