ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ছাত্রকে পিটিয়ে জখম করলেন প্রধান শিক্ষক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
ছাত্রকে পিটিয়ে জখম করলেন প্রধান শিক্ষক! প্রধান শিক্ষক হাতে জখম স্কুলছাত্র

সিরাজগঞ্জ: জুবায়ের (১৩) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জের সদর উপজেলার হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

জুবায়ের বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামের আশরাফ আলীর ছেলে।

আহত শিক্ষার্থীর নানা কুরান আলী বাংলানিউজকে বলেন, স্কুলে জুবায়েরের সঙ্গে এক সহপাঠীর কথা কাটাকাটি হয়।   এ ঘটনার বিচারের কথা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম আমার নাতিকে তার কক্ষে ডেকে নিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামকে তার মোবাইল নম্বরে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।  

বিষয়টি নিয়ে বিদ্যালয়টির প্রশাসনিক কর্মকর্তা পদে অস্থায়ী (অ্যাডহক) সভাপতি ও বাগবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে জখম করা হয়েছে বলে লোকমুখে শুনেছি। তবে কোনো শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়নি।

জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বী বাংলানিউজকে বলেন, স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।