ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরগুনায় ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
বরগুনায় ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মো. নুহু হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী সিদ্দিক ডাক্তারের তিন তলা বাড়ির বিল্ডিংয়ের ছাদ থেকে পাশের গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে যান ওই বৃদ্ধ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।